মুখের জড়তা দূর করার দোয়া তো যাদের কথা বলতে গেলে কথা মুখে আটকে যায় / মূলত আমরা প্রচলিত ভাষায় যেটাকে যেটাকে তোথলানো বলি তো এরকম সমস্যা যোদি আপনার থাকে তাহলে এই দোয়াটি আপনার জন্য এছাড়াও অনেকে একটু বেসি মানুষের সামনে ঠিক মতো কথা বলতে পারেনা অথবা ক্যামেরার সামনে, মাইক্রোফোন হাতে নিয়ে ঠিক মতো কথা বলতে পারেনা, কথা বলতে গেলে কথা আটকে যায় তো তারাও এই দোয়া টি পড়বেন ইনশাআল্লাহ আপনাদের মুখের জড়তা ঠিক হয়ে যাবে।
আজকের এই মূখের জড়তা দূর করার দোয়াটি। ডক্টর জাকির নায়েক ও ক্যামেরার সামনে আসার আগে পড়ে নেয়। এবং তিনি নিজেও বলেছেন তিনি পূর্বে ভালো ভাবে কথা বলতে পারতোনা মানুষকে বুজাতে পারতোনা। তো নিয়মিত দোয়াটি পড়ার পরে তার ও মুখের জড়তা দূর হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন