Geo T19

 

Hello Everybody কেমন আছেন সবাই?

আশাকরি সবাই অনেক বেসি ভালো আছেন।

তো আজকে আমি কথা বলবো Geo Phone T19 ফোন টি নিয়ে। এই ফোন্টিতে কি কি ফিচার আছে এবং এর ভালো দিক মন্দো দিক সব কিছু আপনাদের কাছে সেয়ার করবো।

প্রথমে আমি কথা বলবো ফোন টির ফিচার সম্পর্কে।

বাংলাদেশে এই প্রথম Kaios Operating System নিয়ে আসলো Geo Brand

এখন অনেকের মনে প্রশ্ন যাগছে যে Kaios কি?

What is Kaios আসলে এটা কি?

উত্তর:- Kaios হলো Java, Symbian, এর মতোই একটি Operating System তবে Java, Symbian এর থেকে অনেকটা Upgrade.

তো আশাকরি বুঝতে পারছেন যে Kaios কি‽

Geo T19 এর গুরুত্বপূর্ন যে ফিচার গুলো আছে তার মধ্যে অন্যতম কিছু ফিচার আমি তুলে দরতেছি।👎

আপনি Geo Phone T19 এ, Whatsapp, Facebook, Google Map, Google Assistance, YouTube ব্যাবহার করতে পারবেন। তাছারাও আপনি Wifi, 4G Sim & Hotspot Use করতে পারবেন। Like Android এর অনেক ফিচার আপনি Geo Phone T19 এ পেয়ে যাবেন। আপনি চাইলে Geo Phone T19 কে একটি পকেট রাউটার হিসেবে ব্যাবহার করতে পারবেন।

যেহেতু Geo T19 এ Building Hotspot দেয়া আছে।

So আপনি আরামছে Geo T19 থেকে 10 Device এ Internet Share করতে পারবেন।

এখন কথা বলবো ফোন্টির Display এর বিষয় নিয়ে।

Geo T19 এ Use করা হয়েছে 2.8 Inc VGA Display যার Resolution 320*240 - Pixel

মোটামুটি অনেক বড়ো একটা Display Use করা হয়েছে Geo T19 এ।

এখন অনেকের মনেই হয়তো প্রশ্ন যাগছে যে এর Display এর porfarmanc কেমন।

সত্যি কথা বলতে Geo Phone T19 এর Display আমার কাছে অতোটা ভালো মনে হয়নায়।

যোদি আপনি ফোনের Display এর দিক ১পাস দিয়ে তাকান তাহলে Display তে আপনি নেগিটিভিটি ইসু দেখতে পাবেন। তারপর Display এর image Quality ও আমার কাছে ভালো লাগেনায়।  তবে Display এর Bright যথেষ্ট থাকার কারনে Outdoor বা indoor এ ফোন্টি Use করলে অতোটা সমস্যা হবেনা। তবে Display এর Problem টা আপনি খালি চোখে বুঝতে পারবেন্না।

এখন কথা বলবো Geo T19 এর Sound Quality এর বিষয় নিয়ে।

প্রথমেই বলি Geo T19 এর Sound Quality প্রচন্ড রকমের খারাপ Geo T15 - এর মতোই Geo T19 এর Sound Quality. Bass, Tarable, কিছুই ঠিক নাই। মানে কোন রকম একটু Sound হয় তবে গান ঠান সুনে কোন মজা পাবেন্না। এখানে একটা বিষয় আমি বুঝলাম না যেহেতু ফোন্টিতে তারা Buildings YouTube দিছে, সেহেতু মানুষ 100% YouTube এ গান ঠান সুনবে ভিডিও দেখবে এখানে তারা ভালো একটা Speaker কেন ব্যাবহার করলোনা? কেন ভালো একটা Display ব্যাবহার করলোনা? প্রশ্ন টা Geo Phone Brand এর কর্মকর্তা যারা আছেন তাদের কাছে রইলো।

এখন কথা বলবো Geo T19 এর ক্যামেরার বিষয় নিয়ে।

Geo T19 এ Use করা হয়েছে ২টি ক্যামেরা (Back & Selfi)

Back Camera হিসেবে নাকি ব্যাবহার করা হয়েছে 2Mp & Selfi Camera হিসেবে নাকি ব্যাবহার করা হয়েছে 2Mp

এখন অনেকের মনে হয়তো প্রশ্ন যাগছে যে এর ক্যামেরা Quality কেমন?

Honestly বলতেছি ভাই এর ক্যামেরার Quality মটেও ভালোনা। এক কথায় বইলা দেই যে এর ক্যামেরা থাকার থেকে না থাকাই ভালো ছিল। 2Mp ক্যামেরার রেজুলেশন যে এতোটা খারাপ হতে পারে তা Geo T19 এর ক্যামেরা না দেখলে বুঝতাম না। তবে সত্যি কথা বলতে কি Geo T19 এ 2Mp এর কোন ক্যামেরাই আসলে ব্যাবহার করা হয়নায় এখনে তারা একটা বিশাল রকমের মিথ্যা কথা বলছে যে তারা 2Mp ক্যামেরা Use করছে, আসলে তারা Use করছে একটি Normal VGA ক্যামেরা Just নাম করছে যে তারা ফোন্টিতে ক্যামেরা দিছে 😀 Selfi & Back ২টার ই একেই অবস্থা। 😀

এখন কথা বলবো ফোন্টির বিল্ড কোয়ালিটি নিয়ে।

ফোন্টির বিল্ড কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে ফোন্টি অনেক শক্ত পোক্ত। তবে এর ডিজাইন আমার কাছে অতোটা ভালো লাগেনায়। যে কেউ দেখলে বলবে যে এটা 1000 থেকে 1200 টাকা দামের একটি ফোন কেউ বলবেইনা যে ফোন্টার দাম 3100 টাকার আশেপাশে। আর একটা বিষয় আমার কাছে খারাপ লাগছে সেটা হলো Display এর উপরে যে একটা কাচ থাকে সেটার উপর প্রচুর Scarce পরে। 3--4 দিন ব্যাবহার করলেই ওটার উপর প্রচুর দাগ পরে যাবে। দাগ পরার কারনে ফোন্টি অল্প দিনে পুরোন দেখাবে।

এখন কথা বলবো ফোন্টির ব্যাটারি ব্যাকআপ এর বিষয় নিয়ে।

ফোন্টিকে Power করার জন্য ব্যাবহার করা হয়েছে 2000mH Power এর একটি ব্যাটারি।

যোদি আপনি একসাথে YouTube এ ভিডিও দেখেন তাহলে আপনি ৩ থেকে ৩ঘন্টা ৩০ মিমিট ভিডিও দেখতে পারবেন। আর যোদি আপনি ফোন্টি পকেট রাউটার হিসিবে ব্যাবহার করেন তাহলে একসাথে আপনি Internet Share করতে পারবেন Maximum ৮ থেকে ৮ঘন্টা ৩০ মিনিট এর মতো। আর ফোন্টিকে ০ থেকে ১০০% চার্জ করতে সময় লাগবে ২ঘন্টা ৩০মিনিট এর মতো।

এখন আমি আমার Personal Experience এর উপর ফোন্টির কিছু সমস্যা তুলে দরবো।

Number 1:- আমার কাছে Display বেসি একটা ভালো লাগেনায়।

তবে Display যে অতোটা খারাপ তাও না কিন্তু, মোটামুটি চালিয়ে দেয়ার মতো।

Number 2:- ফোন্টির Sound Quality একদম বাজে রকম।

Number 3:- ক্যামেরা মটেও ভালোনা।

Number 4:- ফোন্টি চার্জ হতে অনেক সময় লাগে।

Number 5:- ফোন্টি মাজে মাকে হ্যাং করে।

Number 6:- মাজে মাজে ফোন্টি Network এ Problem করে 4G Coverage থাকার পরো 3G Network চলে আসে।

তো এই হলো ফোন্টির Everything বিষয় বস্ত, তো এখন আপনার উপর Depend করবে যে ফোন্টি আপনি ক্রয় করবেন কিনা।

Note:- তবে আপনি যোদি ফোন্টি পকেট রাউটার হিসিবে ব্যাবহার করার জন্য ফোন্টি Buy করতে চান তাহলে নিতে পারেন।

আর যোদি গান ঠান সোনার জন্য বা YouTube এ ভিডিও দেখার জন্য ফোন্টি ক্রয় করতে চান তাহলে আমি এক কথায় বলবো বাদ দিন এটাকে।

আশাকরি Everything সব কিছু আপনাদের কাছে তুলে ধরতে পারছি।

Post টি ভালো লাগলে অবশ্যই Share করবেন।

এবং সবসেষে একটা কথাই বলবো।

দেখে সুনে ফোন Buy করবেন, উল্টাপাল্টা ফোন কেনা থেকে বিরত থাকবেন।

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment

নবীনতর পূর্বতন