উপায় একাউন্ট খোলার নিয়ম। How To Create Upay Account

Hi Everybody কেমন আছেন সবাই? আশাকরি সবাই অনেক বেসি ভালো আছেন তো আজকে আপনাদের দেখাবো কিভাবে একটি Upay Account Create করবেন। তো আর কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে জাই। প্রথমে আপনি Upay Apps টি Play store থেকে install করে নিবেন। তারপর সরাসরি Upay Apps টি Open করবেন। Then Registration Button এ Click করবেন।

Registration Button এ Click করে দেয়ার পর খালি ঘরে আপনি আপনার ফোন নাম্বার টি লিখে দিবেন এবং Number অপারেটর Select করে দিবেন আপনার নাম্বার টি Gp হলে Gp Select করে দিবেন বা Others অন্যকোন অপারেটর হলে সেটা আপনি সিলেক্ট করে দিবেন। তারপর Verify Number এর উপর Click করে দিবেন।

তারপর আপনার ফোনে একটি OTP আসবে OTP টি আসার সাথে সাথে Camera Permission চাবে আপনি Permission টি Allow করে দিবেন।
(Click Now WHILE USING THE APP)
Camera Permission দেয়ার সাথে সাথে আপনার ফোনের ক্যামেরাটি চালু হয়ে যাবে। তারপর সুন্দর করে আপনার ভোটার আইডিকার্ডের Front Part এর একটি ছবি তুলবেন।
ID Card এর Front Part Capture করার পর ১০সেকেন্ড Wait করবেন।
১০সেকেন্ড পর Done লেখা আসবে আপনি Just Done এ Click করে দিবেন।
Front Part এর ছবি তোলার পর আপনাকে ID Card এর Back Part এর ছবি তুলতে হবে।
ID Card এর Back Part Capture করার পর আবার ১০সেকেন্ড Wait করবেন।
১০সেকেন্ড পর Done লেখা আসবে আপনি Done এ Click করে দিবেন।
তারপর আপনার Selfi Camera On হবে Just আপনার Face এর সামনে ৫থেকে১০সেকেন্ড ফোন্টি দরে রাখবেন Apps Automatic আপনার একটি ছবি তুলে নিবে। ছবি তোলা হলে আপনাকে আবার ১০সেকেন্ড এর মতো Wait করতে হবে।
তারপর Done লেখা আসবে আপনি Done এ Click করে দিবেন।
Then আপনি আপনার Occupation Select করে দিবেন। মানে আপনি কি করেন যোদি আপনি Business করে থাকেন তাহলে Business Select করে দিবেন যোদি Student হয়ে থাকেন তাহলে Student সিলেক্ট করে দিবেন। House Wife হলে House Wife Select করে দিবেন। i men আপনি যে পেশায় আছেন সেটাই আপনি সিলেক্ট করে দিবেন।
তারপর একটু নিচের আসলে দেখতে পারবেন Gender লেখা আছে ওখান থেকে আপনি আপনার Gender সিলেক্ট করে দিবেন। Then লেখা আছে নিছে Email Address যোদি আপনার Email Address থাকে তাহলে দিবেন না থাকলে দেয়ার দরকার নাই ওটা (Optional) তারপর Confirm এ Click করে দিবেন।
Confirm এ Click করার পর আপনি আপনার information দেখতে পাবেন। Then Return Confirm এ Click করে দিবেন।
এখন আপনি আপনার ইচ্ছা মতো 4 Digit এর একটি Pin Set করবেন। পিন সেট করার পর Confirm এ Click করে দিবেন।
এবার মোবাইল নাম্বার এবং পিন দিয়ে একাউন্টি Loging করবেন।
Ok Finally আমাদের একাউন্ট খোলা Complete এখন আপনাকে আর কিছু করতে হবেনা। আরামছে এখন Upay একাউন্টি ব্যাবহার করতে পারবেন।
একাউন্ট খোলার পর আপনি ৫০টাকা বোনাস পাবেন।
instant পাবেন ২৫টাকা আর বাকি ২৫টাকা পাবেন Cash out, Send mony বা Add Money করলে।
প্রথমে যে ২৫টাকা আপনি পাবেন সেই ২৫টাকা আপনি সুদু মোবাইল রিচার্জ করতে পারবেন। আশাকরি বুঝতে পারছেন কিভাবে একটি উপায় একাউন্ট খুলতে হয়।
এতোসময় Cse24 এর সাথে থাকার জন্য আপনাকে অশংখ্য ধন্যবাদ।

2 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment

নবীনতর পূর্বতন